Sunday 15 January 2017

সুন্দরবনের অন্যান্য প্রভাবশালী গ্রাম দেবতারা


গ্রাম দেবতারা। 
মানিকপীর ও সত্যপীর, তাতাল গাজিঃ গোরক্ষক ও মঙ্গলের দেবতাক্যানিংয়ের ঘুটিয়ারি শরীফে
আটেশ্বর, বরখান গাজীঃ গবাদিপশুর দেবতামথুরাপুরের নয়াবাদ, তাজপুরে
 রাখাল ঠাকুরঃডায়মন্ডহারবার,  কুলপি, ক্যানিং এবং মন্দিরবাজার





শীতলা ও বসন্ত রায়ঃ (হাম, বসন্তের)
শীতলা







গ্রাম জননীরা হলেনঃ (৯ বোন)-
গ্রাম জননীরা। সাত বোন। 


ওলাবিবি (কলেরা),
রক্তানগাজী
ঝোলাবিবি (কুষ্ঠ রোগের),
মড়িবিবি (মড়কের, মস্তিষ্ক বিকার),
আসানবিব (বিপত্তারিনী),
ঝেঁটুনিবিবি (কলুষনাশিনী),
চাঁদবিবি (চিত্ত শুদ্ধি),
জরিনাবিবি (ন্যায় ও ধর্ম),
বহেড়াবিবি (শস্যের),
মাইবিবি (বিশিশু সন্তান রক্ষক),
ষষ্ঠী, পাঁচুঠাকুর, গাজীপীর (শিশু সন্তান রক্ষক),


মনসা

জরাসুর (জ্বরের),
ব্রহ্মা (আগুনের),
বিশালাক্ষী (ঝড়বৃষ্টি)
বড়খাঁগাজী/গাজীবাবা (শান্তি ও ঐক্য),
শতর্ষাগাজী (অন্ত্র রোগ),
রক্তানগাজী (রক্ত আমাশয়) প্রতিবছর ১ মাঘ মাসে পুজো হয়
বামনগাজী (রোগ-ব্যাধি), ঘন্টাকর্ণ, হাঁড়িঝি, পঞ্চানন্দ, পীর গোরাচাঁদ,
সাতবিবি, ক্ষেত্রপাল এবং অসংখ্য পীর-পীরানী-গাজী’রা সুন্দরবন ও
জেলা জুড়ে আজও আচ্ছান্নভয় এবং শ্রদ্ধায় পূজিত হচ্ছেন


No comments:

Post a Comment