Friday 13 January 2017

সুন্দরবন ছাড়ার প্রবণতা

২০০৯ সালে আয়লা (প্রাকৃতিক দুর্যোগ) ঘটেছিলবিশাল প্রভাব পড়েছে সুন্দরবনেসাত বছর পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নিসরকারি ভাবে আজও সুন্দরবন নিয়ে বিশেষ কোনও উন্নয়নমূলক পরিকল্পণা নেওয়া হয়নিভেঙে পড়েছে  অর্থিক পরিকাঠামোসেই কারণে যুব সম্প্রদায় সপরিবারে সুন্দরবন ছেড়ে শহরমুখী হয়েছেন বরাবরের জন্যপড়ে থাকছেন বৃদ্ধ বাবা-মা ও পষ্যরাবহু গরিব যুবক জীবিকার তাগিদে পরিবার নিয়ে ভিন রাজ্যে চলে গিয়েছেনআজও সুন্দরবন ছেড়ে যাচ্ছেন অনেকে৫৫% মানুষ এলাকা ছেড়ে কলকাতা এবং শহরতলিতে স্থায়ী ভাবে বসবাস শুরু করেছেনসুন্দরবন ছাড়ার  প্রবণতা অব্যাহত রয়েছেএলাকায় কৃষি-শিল্প গড়ে উঠেনিপর্যটন ব্যবসাও সাফল্য পায়নি

নারী পাচারের স্বর্গরাজ্যঃ দারিদ্রতার সুযোগ নিয়ে শিশু, নারী পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছেযাঁরা রয়ে যাচ্ছেন বেঁচে থাকতে তাঁরা মাছ-চিংড়ি-কাঁকড়া ধরতে জঙ্গলে চলে যাচ্ছেনবেঘোরে প্রাণ দিচ্ছেন বাঘের মুখে গিয়েএক দুর্বিষহ জীবন কাটাচ্ছেন নদী এলাকায় বসবাসকারী মানুষজনগ্রাম গুলির পুনর্গঠনের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার উদ্যোগী হলেও সুন্দরবনবাসীর দুঃখ ঘোচেনি


No comments:

Post a Comment