Sunday 15 January 2017

সুধন্যখালি


(২) সুধন্যখালিঃ ছোট ছোট ৭ টি দ্বীপ ঘিরে পিরখালিএটাই সুধন্যখালি পর্যটন কেন্দ্রএখানে বাঘ রয়েছে ২০ টিসজনেখালি থেকে জলযানে মাত্র কুড়ি মিনিটের জল পথ। 


এখানে ওয়াচ-টাওয়ার ছাড়াও বসে আড্ডামারার ভালো জায়গাআছে ম্যানগ্রোভ পার্কবসার জায়গাবাঘের ভয়ে এলাকাটি লোহার জাল দিয়ে ঘেরাগা ছমছম পরিবেশবাঁদরের দাপাদাপিএখানে বাঘের খাওয়ার জন্য মিষ্টি জলের পুকুর রয়েছেবাঘ, হরিণ, বন্য শুয়োর, গোসাপ (তাড়খেল) জল খেতে আসে।এখানে আসলে বাঘ দেখার সম্ভাবনা বেশি। 



কালনাগিনী আর সব্জ সাপ (ব্যাম্বপিট-ভাইপার) সাপ দেখা যায়প্রচুর রঙ-বেরঙের পাখির মেলাগ্রীষ্মকালে তো গান শোনায় (ওই সময় পাখিদের প্রজনন সময়মিলনের জন্য পুরুষ দের কাছে পাওয়ার জন্য স্ত্রী পাখিরা নানা সুরে ডাকাডাকি করে, গান গেয়ে খুশি করে)


বন কর্মীরাও থাকে জালের ঘেরার মধ্যে এখানে  প্রায় বাঘের দেখা মেলেচরে কুমিরনদী পথে বেড়ানোর সময় বিভিন্ন প্রজাতির পাখিদেখা যায়

No comments:

Post a Comment