Saturday 14 January 2017

সুন্দরবনের লোক দেবতারা

মধ্যযুগের মতো আজও সুন্দরবনের মানুষ প্রকৃতির উপর নির্ভরশীললৌকিক দেবদেবী, বিবি, গাজী, পীর-পিরানীদের পুজো, হাজোতের রেওয়াজ রয়ে গিয়েছেপ্রাচীণকালে ইরান দেশ থেকে বহু পীর-ফকির সুন্দরবনে এসেছিলেনতাঁদের অনেকেই দেবতা হিসাবে পূজিত হচ্ছেনবাঘ, কুমির, সাপের ভয়ে আলাদা আলাদা দ্বীপে লোক দেবতার পুজো হয়
এঁরা হলেন  —

বনবিবি

বনবিবির ভাই শাহ জঙ্গলি



















বনবিবি {বনের দেবী}: বনের মুসলিম দেবী (১৮০০)সব ধর্মে পূজিতা হনবনে যাওয়ার আগে নিরাপদে ফিরতে মানত করে হাতে লাল সুতোর দিয়ে মাদুলি, তাবিজ বাঁধেন জেলে, মৌলে, গ্রামবাসীরানিজেরাই দিন ঠিক করে নির্দিষ্ট দিনে গ্রামে পুজো করেন। 


পুজোর জন্য গাছেরতলায় খোলা আকাশের নিচে বসিয়ে রাখা হয়েছে দেবতাদের।

বনের এই দেবীর বীরত্বের কাহিনীকে নিয়ে লেখা ‘দুখেযাত্রা’ পরিবেশিত হয় গ্রামে

বনে প্রবেশের আগেও কাদামাটির মূর্তি গড়ে দেবীকে পুজো করা হয়গ্রামে না ফেরা পর্যন্ত বাড়ি-বাড়ি ‘অশৌচ’ পালিত হয়মহল (মধু সংগ্রহ) শেষে নিরাপদে গ্রামে ফিরে আসার পর ব্যাপক আয়োজন করে গুড়ের বাতাসা দিয়ে দেবীকে ভক্তিভরে পুজো-বন্দনা করা হয়। 

পৌষসংক্রান্তিতে (১৪ জানুয়ারি) দেবীর মূর্তির পুজো হয়গ্রামে সারা বছর মূর্তি, প্রতীক, ঘট পুজো চলে। 




পুজোর জন্য বনবিবি ও অন্যান্য দেবতাদের নিয়ে যাওয়া হচ্ছে গ্রামে।




দক্ষিণরায়{বারাঠাকুর}  (বাঘ, মোম-মধু্‌ বাস্তু দেবতা): মধ্যযুগে আবির্ভূতবনদেবতা হিসাবে পুজো পেলেও ইনি আদতে রাজা প্রতাপাদিত্যের সেনানায়কমদন রায়ের বংশধরদন্ডক্ষের পুত্র। 


দক্ষিণরায়
মা রায়মণিতিনি ছিলেন তান্ত্রিক ও ইনি বনের কাঠ, মোম, মধুর অধিকারীবন্দুকধারী যোদ্ধার পোষাক পরা এই বীর নিজেকে বাঘের নিয়ন্ত্রক বলে দাবি করেনকথিত আছে- এক সময় মৌলেরা বনে মধুর খোঁজ না পেয়ে হতাশ


দক্ষিণরায়
দক্ষিণরায়ের বারামূর্তি (বাস্তু ঠাকুর)



















দক্ষিণরায়ের স্বপ্নাদেশে ধনা মৌলে গ্রাম থেকে ‘দুখে’ নামেএক বিধবার সন্তানকে ফুসলিয়ে বনে নিয়ে যায়মধু পাওয়ারলোভে তাকে বনে ছেড়ে পালিয়ে আসেবাঘের রূপ ধরে দক্ষিণরায়তাকে খেতে গেলে শিশুর কাতর আর্তনাদে বনবিবি’র আবির্ভাব হয়। 
বারুইপুরের ধপধপিতে দক্ষিণরায়ের মন্দির।


তাঁর নির্দেশে তাঁরই ভাই শাহজঙ্গলী বাঁচায়দক্ষিণরায় কোথাও কোথাও বাঘের দেবতা হিসাবেও পুজিত হন।  
বারুইপুরের ধপধপিতে স্থায়ী পাকা মন্দির আছে শ্বেত পাথরের মূর্তিবনের মধ্যে মাটির মূর্তি নিয়ে গিয়ে মানত চুকোতে বিক্ষিপ্ত ভাবে পুজো হয় এই বাঘ দেবতার


1 comment:

  1. ছবিগুলো তো চুরি করা , আমাদের ছুটি গ্রুপ থেকে।

    ReplyDelete